দানের খাতগুলো
মক্তব
প্রত্যন্ত অঞ্চলে মিশনারিদের তৎপরতা নির্মূলে ও মুসলিম শিশুদের সামগ্রিক বিকাশের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট।
টিউবওয়েল
সুপেয় পানির অভাব পূরণে নলকূপ স্থাপন করা আমাদের অন্যতম প্রজেক্ট। মসজিদ-মাদ্রাসা, প্রত্যন্ত অঞ্চল ও গরিব-অভাবী মানুষদের জন্য।
মাদ্রাসা
ঢাকার আফতাবনগরে অবস্থিত মেয়েদের মাদরাসা, পাঠদান করেন শুধুই নারী উস্তাযাগণ। ৭৫০ এর অধিক শিক্ষার্থী পড়াশোনা করছে।
প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসা-এতিমখানায় শিক্ষার্থীসহ গরিব-অসহায়দেরকে এক বেলা তৃপ্তি সহকারে খাবারের আয়োজন করা হয়।
ইয়াতিম স্পন্সরশিপ
একজন ইয়াতিমের সম্পূর্ণ কিংবা আংশিক ভরণ-পোষণের আর্থিক সহায়তা অথবা এককালীন দান এই প্রজেক্টের আওতাভুক্ত।
স্বাস্থ্যসেবা
সুবিধা বঞ্চিত গরিব-অসহায় মানুষদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয়।
বন্যা তহবিল
বন্যাকালীন সময়ে জরুরি ত্রাণসামগ্রী ও নগদ অর্থ প্রদানের পাশাপাশি সীমিত পরিসরে পুনর্বাসন কার্যক্রমও পরিচালনা করা হয়।
রমাদান ফুড প্যাক
পুরো রমাদান মাস জুড়ে মক্তব-মাদ্রাসা ও গরিব অসহায় মানুষদের মাঝে ইফতারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
যাকাত ম্যানেজমেন্ট
যাকাত তহবিল থেকে সংগৃহীত অর্থ শতভাগ হকদারদের মধ্যে বণ্টন করা হয় এবং কোনো ধরনের প্রশাসনিক খরচ এই তহবিল থেকে বাদ দেওয়া হয় না।