মাদ্রাসা
Previous slide
Next slide
মারকাযুন নাহদা— ঢাকার আফতাবনগরে অবস্থিত মেয়েদের মাদ্রাসা, পাঠদান করেন শুধুই নারী উস্তাযাগণ। অনলাইন ও অফলাইন মিলিয়ে এখানে ৭৫০ এর অধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। এখানে সামর্থ্যবানদের সন্তানরা অর্থ দিয়ে পড়লেও, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মেয়েরাও সমভাবে পড়ার সুযোগ পায়। আমরা জেনারেল শিক্ষার পাশাপাশি এখানে সর্বোচ্চ আরবীতে জোর দিয়ে থাকি।
রাসূল ﷺ বলেন— মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে তিনটি জিনিস বাকি থাকে। ১. সদকায়ে জারিয়া; ২. এমন ইলম ও জ্ঞান; যা দ্বারা মানুষ উপকৃত হয় ৩. নেক সন্তান, যে তার পিতামাতার জন্য দোয়া করবে।
(সহীহ মুসলিম : ৪৩১০)
রাসূল ﷺ বলেন— তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যে নিজে কুরআন শিক্ষা করে ও অন্যকে শিক্ষা দেয়।
(সহীহ বুখারী : ৫০২৭)
আপনার সামান্য দান কত বড় হয় জানেন কি?
রাসূল ﷺ বলেন— কোন ব্যক্তি তার হালাল ও পবিত্র উপার্জিত একটি খেজুর দান করলে আল্লাহ তা’আলা ডান হাতে তা গ্রহণ করেন এবং তোমাদের কেউ যেভাবে উটের বা ঘোড়ার বাচ্চা লালন পালন করে বড় করে থাকে, তিনিও সেভাবে এটা বাড়াতে থাকেন। অবশেষে তা পাহাড় অথবা এর চেয়েও অনেক বড় হয়। [সহীহ মুসলিম : ১০১৪]
দান পাঠানোর মাধ্যম
বিকাশ পার্সোনাল
01619232392
নগদ পার্সোনাল
01619232392