রমাদান প্রজেক্ট
রমাদান কেন্দ্রিক বিশেষ প্রজেক্ট
রমাদান ফ্যামিল ফুড প্যাক
পুরো মাস জুড়ে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অভাবী মানুষদের মাঝে ফ্যামিলি ফুড প্যাক বিতরণ করা হয়। যাতে করে সাহরী ও ইফতারের খাদ্য যোগানের মাধ্যমে রমাদান উদযাপন সহজতর হয়।

ইফতার কর্মসূচী
রমাদানে খাদ্য বিতরণের মাঝে শুধু ফুড প্যাক নয় বরং ইফতার কার্যক্রম পরিচালনা করাও আমাদের স্বতন্ত্র একটি প্রজেক্ট। যা পুরো মাসব্যাপী প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন মসজিদ,মাদ্রাসা ও মক্তবে চলমান থাকে।

রমাদানের স্পেশাল মক্তব
বছর জুড়ে অনলাইন ও অফলাইন ভিত্তিক আমাদের নানা ধরণের শিক্ষা কার্যক্রম জারি থাকলেও রমাদানে আমরা পার্বত্য অঞ্চলে বিশেষ মক্তব পরিচালনা করি। সেখানে ইসলামের ব্যাসিকগুলো সহজভাবে শেখানো হয়।

সারা বছর ধরে চলমান বিভিন্ন প্রজেক্টে্র পাশাপাশি রমাদান মাস জুড়ে আমাদের বিশেষ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও সুবিধা বঞ্চিত ভাই-বোনেরা যেন নির্বিঘ্নে ইবাদাতে ফোকাস করতে পারে সে লক্ষ্যে আমরা পুরো মাস জুড়েই ফ্যামিলি ফুড প্যাক ও ইফতার বিতরণী কর্মসূচী পালন করি।