Ilman Nafiya

ইয়াতিম স্পন্সরশিপ

চোখ বন্ধ করে একবার কল্পনা করুন তো! আপনি জান্নাত পেয়েছেন আর জান্নাতে আপনার সন্নিকটে আছেন স্বয়ং আল্লাহ্‌র রাসূল ﷺ। বিষয়টা দারুণ না? এই কল্পনাকেই বাস্তবায়নের জন্য পার্ফেক্ট আমল হলো ইয়াতিমদেরকে দেখভাল ও প্রতিপালনে সাধ্যমতো সচেষ্ট হওয়া। কারণ রাসূল ﷺ ইরশাদ করেছেন— আমি ও ইয়াতীমের প্রতিপালনকারী জান্নাতে এমনিভাবে নিকটে থাকবে। এই বলে তিনি শাহাদাত ও মধ্যমা আঙ্গুল দু’টি দ্বারা ইঙ্গিত করলেন এবং এ দু’টির মাঝে সামান্য ফাঁক রাখলেন। [সহীহ বুখারী : ৫৩০৪]