Ilman Nafiya

অতিথি আপ্যায়ন

রাসূল ﷺ কে জিজ্ঞাসা করা হয়েছিলো ইসলামের কোন জিনিসটি উত্তম? তিনি বলেছিলেন মানুষকে খাবার খাওয়ানো। এটি শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় বরং এটি মানবতার দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দাতা ও গ্রহীতা উভয়ের জন্যই কল্যাণকর।

আপনার সামান্য দান কত বড় হয় জানেন কি?

রাসূল ﷺ বলেন— কোন ব্যক্তি তার হালাল ও পবিত্র উপার্জিত একটি খেজুর দান করলে আল্লাহ তা’আলা ডান হাতে তা গ্রহণ করেন এবং তোমাদের কেউ যেভাবে উটের বা ঘোড়ার বাচ্চা লালন পালন করে বড় করে থাকে, তিনিও সেভাবে এটা বাড়াতে থাকেন। অবশেষে তা পাহাড় অথবা এর চেয়েও অনেক বড় হয়। [সহীহ মুসলিম : ১০১৪]

দান পাঠানোর মাধ্যম

বিকাশ পার্সোনাল

01619232392

নগদ পার্সোনাল

01619232392

Donation Form