বন্যা তহবিল
ইলমান নাফিয়া দেশের সংকটকালীন সময়ে সিলেটের ভয়াবহ বন্যাসহ চলমান বছরের বন্যাকালীন সময়েও জরুরি ত্রাণসামগ্রী ও নগদ অর্থ দিয়ে গরীর ও অসহায়দের জন্য সহায়তা অব্যাহত রেখেছে।
এই প্রজেক্টের আওতায় ত্রাণসামগ্রীর পাশাপাশি সীমিত পরিসরে পুনর্বাসন কার্যক্রমও পরিচালনা করা হয়।
রাসূল ﷺ বলেন— তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন।
আবু দাউদ : ৪৯৪১
দুনিয়াতে যে লোক তার কোন ভাইয়ের একটি বিপদ দূর করবে, কিয়ামতের দিবসে আল্লাহ তা’আলা তার একটি বিপদ দূর করবেন।
সুনান আত তিরমিজী : ২৯৪৫
রাসূল ﷺ বলেন— আল্লাহ তার প্রতি দয়া দেখান না, যে মানুষের প্রতি দয়া দেখায় না।
সহীহ বুখারী : ৭৩৭৬
আপনার সামান্য দান কত বড় হয় জানেন কি?
রাসূল ﷺ বলেন— কোন ব্যক্তি তার হালাল ও পবিত্র উপার্জিত একটি খেজুর দান করলে আল্লাহ তা’আলা ডান হাতে তা গ্রহণ করেন এবং তোমাদের কেউ যেভাবে উটের বা ঘোড়ার বাচ্চা লালন পালন করে বড় করে থাকে, তিনিও সেভাবে এটা বাড়াতে থাকেন। অবশেষে তা পাহাড় অথবা এর চেয়েও অনেক বড় হয়। [সহীহ মুসলিম : ১০১৪]