স্বাস্থ্যসেবা
ইলমান নাফিয়ার উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলসহ শহরাঞ্চলের গরিব-অসহায় মানুষদের মাঝে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং এই খাতের মাধ্যমে অসচ্ছল মানুষদের চিকিৎসার খরচও বহন করা হয়ে থাকে।
রাসূল ﷺ বলেন— তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন।
আবু দাউদ : ৪৯৪১
দুনিয়াতে যে লোক তার কোন ভাইয়ের একটি বিপদ দূর করবে, কিয়ামতের দিবসে আল্লাহ তা’আলা তার একটি বিপদ দূর করবেন।
সুনান আত তিরমিজী : ২৯৪৫
রাসূল ﷺ বলেন— আল্লাহ তার প্রতি দয়া দেখান না, যে মানুষের প্রতি দয়া দেখায় না।
সহীহ বুখারী : ৭৩৭৬
আপনার সামান্য দান কত বড় হয় জানেন কি?
রাসূল ﷺ বলেন— কোন ব্যক্তি তার হালাল ও পবিত্র উপার্জিত একটি খেজুর দান করলে আল্লাহ তা’আলা ডান হাতে তা গ্রহণ করেন এবং তোমাদের কেউ যেভাবে উটের বা ঘোড়ার বাচ্চা লালন পালন করে বড় করে থাকে, তিনিও সেভাবে এটা বাড়াতে থাকেন। অবশেষে তা পাহাড় অথবা এর চেয়েও অনেক বড় হয়। [সহীহ মুসলিম : ১০১৪]
দান পাঠানোর মাধ্যম
বিকাশ পার্সোনাল
01619232392
নগদ পার্সোনাল
01619232392