ইয়াতিম স্পন্সরশিপ
Previous slide
Next slide
চোখ বন্ধ করে একবার কল্পনা করুন তো! আপনি জান্নাত পেয়েছেন আর জান্নাতে আপনার সন্নিকটে আছেন স্বয়ং আল্লাহ্র রাসূল ﷺ। বিষয়টা দারুণ না? এই কল্পনাকেই বাস্তবায়নের জন্য পার্ফেক্ট আমল হলো ইয়াতিমদেরকে দেখভাল ও প্রতিপালনে সাধ্যমতো সচেষ্ট হওয়া। কারণ রাসূল ﷺ ইরশাদ করেছেন— আমি ও ইয়াতীমের প্রতিপালনকারী জান্নাতে এমনিভাবে নিকটে থাকবে। এই বলে তিনি শাহাদাত ও মধ্যমা আঙ্গুল দু’টি দ্বারা ইঙ্গিত করলেন এবং এ দু’টির মাঝে সামান্য ফাঁক রাখলেন। [সহীহ বুখারী : ৫৩০৪]
রাসূল ﷺ বলেন— বিধবা ও নিঃস্বদের জন্য উপার্জনকারী ব্যক্তি আল্লাহর পথে জিহাদরত ব্যক্ত সমতুল্য এবং যারা রাতে (নফল) ইবাদত করে ও দিনে রোযা রাখে তাদেরও সমতুল্য।
ইবনু মাজাহ : ২১৪০