আল্লাহ তা'আলা বলেন— আমার যে বান্দারা ঈমান এনেছে তাদেরকে বলো– সালাত কায়েম করতে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করতে, সেই দিন আসার পূর্বে যেদিন ক্রয়-বিক্রয় ও বন্ধুত্ব থাকবেনা।
[সূরা ইব্রাহীম : ৩১]
রাসূল ﷺ বলেন— প্রতিদিন সকালে দু’জন ফেরেশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ! দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন, হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করে দিন।
[সহীহ্ বুখারী : ১৪৪২]