আপনার সামান্য দান কত বড় হয় জানেন কি?
রাসূল ﷺ বলেন— কোন ব্যক্তি তার হালাল ও পবিত্র উপার্জিত একটি খেজুর দান করলে আল্লাহ তা’আলা ডান হাতে তা গ্রহণ করেন এবং তোমাদের কেউ যেভাবে উটের বা ঘোড়ার বাচ্চা লালন পালন করে বড় করে থাকে, তিনিও সেভাবে এটা বাড়াতে থাকেন। অবশেষে তা পাহাড় অথবা এর চেয়েও অনেক বড় হয়। [সহীহ মুসলিম : ১০১৪]
আল্লাহ তা'আলা বলেন— আমার যে বান্দারা ঈমান এনেছে তাদেরকে বলো– সালাত কায়েম করতে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করতে, সেই দিন আসার পূর্বে যেদিন ক্রয়-বিক্রয় ও বন্ধুত্ব থাকবে না।
[সূরা ইব্রাহীম : ৩১]
রাসূল ﷺ বলেন— প্রতিদিন সকালে দু’জন ফেরেশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ! দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন, হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করে দিন।
[সহীহ্ বুখারী : ১৪৪২]
দান পাঠানোর মাধ্যম
বিকাশ পার্সোনাল
01619 23 23 92
নগদ পার্সোনাল
01619 23 23 92
Play Video